সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় লরি চাপায় এক কলেজছাত্র নিহত এবং আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ (২১ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের বরাত দিয়ে আমাদের পাবনা সংবাদদাতা জানান, নিহতের নাম হৃদয় আহমেদ (১৮)। তিনি এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকাল আটটার দিকে উপজেলার ভদ্রঘাট বাজারে দুই বন্ধুর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
আহত দুই শিক্ষার্থীকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও পুলিশ লরিটিকে জব্দ করেছে বলেও ওসি জানিয়েছেন।