সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার ভোর ৫টা ৫৪ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে প্রবশ করেন। পরে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তারা এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠিকতা। পরে সংবর্ধনা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়।