সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৬ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৫৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৮৯৩ কোটি ২৫ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৬১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৩ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ১০ দশমিক ১১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯০২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম, কেডিএস এক্সেসরিজ, পেনিনসুলা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইনফরমেশান টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড, আমান ফিড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, পেরামাউন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড এবং মনো সিরামিক।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৩৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ দশমিক ১৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯৯৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৬ হাজার ৪০৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ২৮ পয়েন্ট কমে ১১ হাজার ৮২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-সিমটেক্স, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, ইনফরমেশান টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড, ইবনে সিনা, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড,পেনিনসুলা, বিবিএস ক্যাবলস, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এবং বেক্সিমকো লিমিটেড।