ইরানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ১৫ দিনের ভয়াবহ বন্যায় দেশটিতে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেশটির ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান আহমেদ সোজাইয়ের দেওয়া এক বক্তব্যের বরাতে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
তিনি জানান, গত দুই সপ্তাহের বন্যায় দেশের বিভিন্ন প্রদেশ তলিয়ে গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির ২৩টি প্রদেশের অন্তত ৩১টি শহরে বন্যার পানি প্রবেশ করেছে। সেখানে সতর্ক অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজিস্তান প্রদেশের অন্তত ৭০টি গ্রামের মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্যাপক বর্ষণের ফলে দেশের ১৪১টি নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। রাস্তা ও সেতু তলিয়ে বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দেশটির আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের ভারী বর্ষণে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহরগুলোও বন্যার পানিতে ডুবে যেতে পারে।
প্রায় এক দশক ধরে চলা খরার পরে ইরানে এ ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে ওষুধ ও খাবার সরবরাহের আবেদন জানিয়েছে।
বন্যার্তদের উদ্ধারে বিভিন্ন দেশের কাছে হেলিকপ্টারসহ সেনা পাঠানোর জন্যও আবেদন জানিয়েছে তারা।