ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব অভিযানে দুই হাজার ৬৩৯টি ইয়াবা, ১৫৫ পুরিয়া হেরোইন, ২৫ কেজি গাঁজা, আট বোতল ফেন্সিডিল ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।