আবারো এগারসিন্দুরের ইঞ্জিন লাইনচ্যুত, বগি ফ্ল্যাটফর্মে

0
8

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ভৈরবে গিয়ে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। বগিগুলো দাঁড়িয়ে আছে ফ্ল্যাটফর্মে। এতে ট্রেনটির যাত্রীরা পড়েছে চরম দুভোর্গে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান।
স্টেশন মাস্টার জানান, সকালে আন্তঃনগর ট্রেনটি ঢাকা থেকে ভৈরব রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। এরপর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বগি রেখে ইঞ্জিন ঘোরাতে গেলে এর চাকা লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি উঠাতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর দেড়টার দিকে এসে পৌঁছেছে। দ্রুত উদ্ধার কাজ শুরু হবে। তবে ইঞ্জিন লাইনচ্যুত হলেও পাশের লাইন দিয়ে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক আছে বলে জানান স্টেশন মাস্টার ইউসুফ মিয়া।

এর আগেও এ বছর ১৪ই ফেব্রুয়ারীতে রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এরকম লাইনচ্যুতির ঘটনা ঘটে। সেদিন রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি রাত সোয়া সাতটার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিশোরগঞ্জ স্টেশনে এসে যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়ে পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে